শহীদ জিয়ার মাজারে তাঁতীদলের শ্রদ্ধা নিবেদন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪৩ পিএম
শহীদ জিয়ার মাজারে তাঁতীদলের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, আদাবর থানার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ৯ অক্টোবর, ২০২৫ ইং তারিখ সকালে কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমানের উপস্থিতিতে শ্রদ্ধা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোরশেদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ ইউসুফ, ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি শামসুন নাহার, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য মোঃ হানিফ খান, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য আলহাজ্ব নাছির উদ্দিন, আদাবর থানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম বাবুল সহ আদাবর থানা তাঁতীদলের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে আদাবর থানা তাঁতীদলের নেতৃবৃন্দদের শপথ পাঠ করান কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

আপনার জেলার সংবাদ পড়তে