কিশোরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ২০ যাত্রী আহত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪২ পিএম
কিশোরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ২০ যাত্রী আহত

কিশোরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে বৃহস্পতিবার সাড়ে চারটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এমকে সুপার ঢাকা মেট্বো-ব- ৩২-১৩ গাড়িটি কিশোরগঞ্জ ময়মনসিংহ সড়কের ডাউকিয়া এলাকায় পৌঁছলে গাড়ি ভর্তি যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটির উপর ধাক্কা লেগে পুকুরে উলটে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক চেষ্টা চালিয়ে  কিছু যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নাম পরিচয়  জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন বাসটি উদ্ধার করতে পারলে ভেতরে যাত্রী চাপা পড়ে আছে কীনা জানা যাবে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এমকে সুপারের বাসগুলো খুবই নিন্মমানের ফলে অতিরিক্ত টেনশন নিয়েই যাত্রীদের চলাচল করতে হয়। তারা ভাড়া বেশি হলেও উন্নত সার্ভিসের দাবী জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কিশোরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম অবাহত রেখেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে