ড. নুরুল ইসলাম নুরুল

আগামী জাতীয় নির্বাচন হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ পিএম
আগামী জাতীয় নির্বাচন হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বর্ণাঢ্য গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিনগর, তেঘরিয়া এলাকাসমূহে প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষ প্রতীক নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার মূল বিষয়বস্তু জনগণের সামনে উপস্থাপন করেন।


তিনি বলেন, “৩১ দফার মাধ্যমে বিএনপি একটি সুবিন্যস্ত, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট গঠনের রূপরেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংবিধান সংস্কার কমিশন গঠন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, আইনের শাসন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, জাতীয় সমন্বয় ও মিডিয়া কমিশন গঠনসহ আরও গুরুত্বপূর্ণ অঙ্গীকার।"

তিনি আরও বলেন, "আগামী জাতীয় নির্বাচন হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট। গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করেছে বর্তমান সরকার। এখন সময় এসেছে এমন প্রার্থীকে নির্বাচিত করার, যিনি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত, দলের দুঃসময়ে রাজপথে ছিলেন এবং জ র আস্থার প্রতীক।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, আতম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুল আলী, রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম,

মুনাজ্জির হোসেন সুজন, অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, ,অ্যাডভোকেট দিপঙ্কর বণিক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পৌরসভা, সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

আপনার জেলার সংবাদ পড়তে