ড.শহীদ হোসেন চৌধুরী

জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগনের কল্যাণে কাজ করছে

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪৬ পিএম
জেলা,  উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগনের কল্যাণে কাজ করছে

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ  জনগনের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে।  মাদক, খাসজমি বন্দোবস্তো ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগ ভাবে মোকাবেলা করবো। সুন্দর সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সকল পথে এগিয়ে যাবো।"

আজ (৯ অক্টোবর)  বৃহস্পতিবার দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ছাত্র প্রতিনিধি  কাওসার হোসেন, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ ও বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান। প্রমুখ।

 এ ছাড়াও আয়োজিত সভায়, মুক্তিযোদ্ধা, বাউফলের সকল রাজনৈতিক সামাজিক ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগন অংশগ্রহন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে