চাঁদপুরে ৭ জন উদ্যোক্তা পেল অনলাইন ইলিশ ব্যবসা নিবন্ধন সনদ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ১০:১৯ পিএম
চাঁদপুরে ৭ জন উদ্যোক্তা পেল অনলাইন ইলিশ ব্যবসা নিবন্ধন সনদ

চাঁদপুর জেলার ৭ জন অনলাইন ইলিশ ব্যবসায়ীদের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর, ২০২৫ জেলা প্রশাসন, চাঁদপুর এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে  চাঁদপুর জেলার অনলাইন ইলিশ ব্যবসায়ীদের নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুরসহ সরকারি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। 

প্রথম পর্যায়ে সকল বিষয় বিবেচনা করে ৭ জন উদ্যোক্তাকে সনদের জন্য নির্বাচিত করা হয়। ভবিষ্যতে অনলাইনে ইলিশ ক্রয় সংক্রান্ত প্রতারণা থেকে বাঁচতে উক্ত উদ্যোক্তাদের নিরাপদ বিবেচনা করে এই সনদ দেয়া হয়েছে। জেলা প্রশাসন,চাঁদপুর এর ফেইসবুক থেকে এ তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে