ভূঞাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০১:৩৮ পিএম
ভূঞাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান ভূঁইয়া।

নতুন কমিটিতে ডা. আব্দুল জলিলকে সভাপতি ও ডা. ইয়াছির আরাফাত খানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ডা. মো. দিলওয়ার মাসউদ, ডা. মানিক চকদার ও ডা. শেখ সাদী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে