মাকে হারিয়ে শিশুর ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২৪ এএম
মাকে হারিয়ে শিশুর ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে

নিরুদ্দেশ বাবার চার বছরের সন্তান ইব্রাহিম। তার একমাত্র আশ্রয়স্থল গর্ভধারীনি মাকে হারিয়ে শীতের রাতে বরিশাল নগরীর বেলসপার্কের ফুটপাতে পাতলা পোশাকে শুয়ে কাঁপছিলো। এমন দৃশ্য শুক্রবার দিবাগত রাতে দেখতে পান এক যুবক। তাৎক্ষনিক ওই যুবক বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজকে অবহিত করেন। রাতেই শিশুটিকে উদ্ধার করেন ওই কর্মকর্তা। পরবর্তীতে সমাজসেবা কার্যালয়ের সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে শিশু ইব্রাহিমকে ভর্তি করা হয়। এছাড়া ইব্রাহিমের হারিয়ে যাওয়া মা ময়না বেগমকেও খুঁজে বের করা হয় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে। এরপর জানা যায়, শিশু ইব্রাহিমের বাবা জীবন মিয়া বিগত পাঁচবছর ধরে নিরুদ্দেশ রয়েছেন। রবিবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, ইব্রাহিমের লেখাপড়াসহ সব খরচ বহন করবে সরকার। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব শিশুদের মূলধারায় নিয়ে আসতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, শিশু ইব্রাহিমের মা বরিশাল লঞ্চ ঘাটে ভাসমান জীবন যাপন করেন। মানুষের সহযোগিতায় তিনি ব্যয় মিটিয়ে থাকেন। এরইমধ্যে সন্তান ইব্রাহিমকে হারিয়ে তিনিও হতাশ হয়ে পরেছিলেন। পরবর্তীতে তার অনুমতি সাপেক্ষেই শিশু ইব্রাহিমকে সমাজসেবা কার্যালয়ের সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে