বাঘায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও হ্যাকারসহ আটক ৭

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৪:৩২ পিএম
বাঘায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও হ্যাকারসহ আটক ৭

রাজশাহীর বাঘায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও হ্যাকারসহ ৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও বিজিবি পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে মূর্তি উদ্ধার ও হ্যাকার করে।

জানা গেছে, রাজশাহী বিজিবি-১ এর একটি বিশেষ দল বুধবার উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫৬ কেজি ওজনের প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। পাচারকারিরা ভারতে অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে পাকুড়িয়া সীমান্তে নিয়ে যাচ্ছিল। 

এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারিরা মূর্তি ফেলে পালিয়ে যায়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন রাজশাহী বিজিবি-১ এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক সোহাগ হোসেন মিলন।

এ দিকে বৃহস্পতিবার রাতে গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের মোবাইল হ্যাকার জুবায়ের হোসেন শিশির, জাহিদ হাসান, শরিফুল ইসলাম, রতন আলী এবিং খানপুর গ্রামের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী মুনার হোসেন, ভানুকর গ্রামের মজিবুর রহমান, মুর্শিদপুর গ্রামের জালাল উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, কষ্টি পাথরের মূর্তিটি বিজিবির নিয়ন্ত্রনে রয়েছে। মোবাইল হ্যাকার ও সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে