সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির বাঁকাই দক্ষিণ পাড়ায় নকশা বহির্ভূত জায়গা দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ দায়ের করেছে রায়গঞ্জ উপজেলা নিবার্হী অফিসার বরাবর। তিন রাস্তার মোড় থেকে আব্দুল মান্নান খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মানের প্রাক্কালে লিখিত অভিযোগ করেন আব্দুর রশিদ। অভিযোগ সূত্রে জানা যায়,নকশা বহির্ভূত রাস্তা নির্মানের বিরুদ্ধে গত ০৯/১০/২৫ তারিখে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলেও বন্ধ হয়নি নির্মান কাজ। নকশা ভূক্ত রাস্তার জায়গা নিচু হওয়ার কারণে ব্যক্তি মালিকা জায়গা দিয়ে রাস্তা নির্মান কাজ শুরু করেন ইউপি সদস্য মেনহাজ উদ্দিন। আব্দুর রশিদ সেখের ছেলে জিন্নাহ ও জাকারিয়া বলেন সার্ভেয়ার দিয়ে সঠিক জরিপ করে রাস্তা নির্মানের দাবি জানাই। ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেনহাজ উদ্দিন বলেন, জায়গার মিমাংসা না হওয়া পর্যন্ত রাস্তার নির্মান কাজ বন্ধ থাকবে। ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন মুঠোফোনে বলেন,ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মান করা হবে। রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।