সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পলাতক আসমি মোঃ মোশাররফ হোসেন প্রকাশ জিসানকে বৃহস্পতিবার দিবাশুক্রবার ভোরে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত জিসান সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপু চাঁনমিয়া মাস্টার বাড়ির গোলাম ছারওয়ারের ছেলে। শুক্রবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন মেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান। গ্রেফতারকৃত জিসানের বিরুদ্ধে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা নং-২৭(৬)১৭, দায়রা নং-৪৬৭/১৯ এর দুই বছরের সাজাপ্রাপ্ত ঢাকার যাত্রাবাড়ী থানার হত্যা মামলা মামলা নং-২৫ (০৯)২০১১ পলাতক আসামি। জিসান এতদিন গ্রেফতার এড়াতে পলাত ছিলো। শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।