চাটমোহর থানার মনজুরুল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৪:৩৮ পিএম
চাটমোহর থানার মনজুরুল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার মনজুরুল আলম। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সের সভাকক্ষে মাসিক কল্যান সভায় সেপ্টেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচনের পর মনজুরুল আলমের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান। এসময় সেখানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.রেজিনুর রহমান,চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

প্রতিক্রিয়া ব্যক্ত করে মোঃ মনজুরুল আলম বলেন,আলহামদুলিল্লাহ। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলাম। ধন্যবাদ জ্ঞাপন করছি,জেলার সুযোগ্য পুলিশ সুপার মোরতোজা আলী খান স্যারকে। চাটমোহর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার সহকর্মীবৃন্দসহ যারা আমাকে সহযোগিতা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে