শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

এফএনএস অনলাইন:
| আপডেট: ১০ অক্টোবর, ২০২৫, ০৫:৪৪ পিএম | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৫:৩৬ পিএম
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে।

সেখানে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে দুইটি রিং পরানো হয়। পরে গত ৫ অক্টোবর সন্ধ্যায় তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে