নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক সভা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২৯ এএম
নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক সভা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়, এই প্রতিপাদ্যে ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে রোববার বেলা ১১টায় আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম আনিচছুর রহমান, দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.এম আনোয়ার হোসেন, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নূর ইসলাম মিয়া, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের শাহিন মাহমুদ, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কয়ছার আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এসএমসি,র সদস্য, এনজিও, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা নারী  পুরুষের বৈষম্য তুলে ধরে জেন্ডার বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষায় জিডিপির নূন্যতম ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে