মেজর এম এ গনি সড়কের জরুরি সংস্কার সময়ের দাবি

এফএনএস | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৬:২৫ পিএম
মেজর এম এ গনি সড়কের জরুরি সংস্কার সময়ের দাবি

কুমিল্লা নগরীতে প্রবেশের অন্যতম প্রধান মাধ্যম মেজর এম এ গনি সড়ক। শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ার মিরপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি শুধু স্থানীয়দের নয়, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষসহ হাজারো যাত্রীর প্রতিদিনের ভরসা। দুঃখজনক হলেও সত্য, আজ এ সড়কটি গর্ত আর খানাখন্দের কারণে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিশেষত বুড়িচংয়ের ভরাসার বাজার সংলগ্ন মাত্র ৩৫০ মিটার অংশ যেন প্রতিদিনের দুর্ঘটনা ডেকে আনে। গত বছরের বন্যায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার পর এ সড়কের ক্ষতি আরও প্রকট হয়েছে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সড়ক মেরামতের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। অথচ এ সড়কের ওপর নির্ভর করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিশাল একটি অংশ। ভরাসার বাজারের মতো শতবর্ষী বাণিজ্যকেন্দ্র, যেখানে প্রতিদিন কোটি টাকার লেনদেন হতো, আজ লেনদেন নেমে এসেছে অর্ধেকেরও কমে। পরিবহনের অচলাবস্থা ও ক্রেতা-গ্রাহকের দুর্ভোগ এর অন্যতম কারণ। শুধু অর্থনীতি নয়, মানুষের জীবনও প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে; ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। প্রশ্ন জাগে-জেলার এত গুরুত্বপূর্ণ একটি সড়ক বছরের পর বছর অবহেলার শিকার হবে কেন? সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল মহল যদিও জানিয়েছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে বাস্তবতা হলো কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ভোগান্তি থেমে নেই। তবে আশার কথা, কর্তৃপক্ষ ভরাসার বাজার এলাকার অংশটি সাময়িক সংস্কারের আশ্বাস দিয়েছে। কিন্তু এ ধরনের খণ্ড খণ্ড সংস্কার দীর্ঘমেয়াদি সমাধান নয়। প্রয়োজন পুরো সড়কটির টেকসই মেরামত ও উন্নয়ন, যাতে ভবিষ্যতের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগেও এর ক্ষতি ন্যূনতম হয়। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এই সড়ক শুধু বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের নয়; কুমিল্লা নগরীর অর্থনৈতিক প্রবাহ ও আঞ্চলিক যোগাযোগের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। তাই এর সংস্কার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। জনদুর্ভোগ কমানো এবং ব্যবসায়িক গতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

আপনার জেলার সংবাদ পড়তে