প্রফেসর শিব শঙ্কর রায়ের প্রয়াণে রাবি উপাচার্যের শোক প্রকাশ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৭:১১ পিএম
প্রফেসর শিব শঙ্কর রায়ের প্রয়াণে রাবি উপাচার্যের শোক প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের প্রফেসর শিব শঙ্কর রায়ের প্রয়াণে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় প্রফেসর শিব শঙ্কর রায়ের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  প্রফেসর শিব শংকর রায় পাবনা জেলার সুজানগর উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৯৭ সালে মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে প্রফেসর পদে উন্নীত হন।প্রফেসর শিব শঙ্কর রায়। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৫ টায় মোটরসাইকেল যোগে মোহনপুর যাওয়ার সময় নওহাটা আনসার ক্যাম্পের পাশে জুট মিলের সামনে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুর পৌনে প্রফেসর শিব শংস্করের মরহেদ রবীন্দ্র ভবনের সামনে আনা হয়। সেখানে উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল সাড়ে ৪ টায় পঞ্চবটি শশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, একই দুর্ঘটনায় দর্শন বিভাগের প্রফেসর মো. আসাদুজ্জামান গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় চিকিৎসাধীন প্রফেসর মো. আসাদুজ্জামানকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসা খোঁজখবর নেন। তাঁরা তাঁর আশু সুস্থ্যতা কামনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে