ঝিকারগাছায় মাসুম রানার লাশ উদ্ধার

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৭:১৬ পিএম
ঝিকারগাছায় মাসুম রানার লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছার বাইশা গ্রামের প্রবাসী রবিউল ইসলাম এর নির্মাণাধীন পরিতাক্ত ঘর থেকে মাসুম রানার (২০) গলিত মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানার পুলিশ।.মাসুম রানা শার্শা উপজেলার উলাশি খাল পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের হিসেবে এ হত্যা কাণ্ড ঘটতে পারে। 

ঝিকরগাছা থানার পুলিশ এবং তার পিতা আব্দুল আজিজ জানান,৬ অক্টোবর সোমবার মাসুম রানাকে না পেয়ে শার্শা থানায় সাধারন ডায়েরি করা হয় ।।শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এলাকাবাসি ঝিকরগাছার বাইশা গ্রামের আফিল পোলট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নির্মানাধিন বাড়ির মধ্যে একটি গলিত মরদহ দেখতে পেয়ে ঝিকরগাছা থানায় খবর দেন। ঝিকরগাছা থানা পুলিশ খবর পেয়ে বিকাল ৩ টায় ঘটনাস্থলে পৌঁছান । পুলিশ ঘটনাস্থল থেকে গলিত মরদেহ ডোমের সাহায্যে সন্ধায় থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মাদ গাজী জানান,গলিত মরদেহ শনাক্ত করেন মাসুম রানার পিতা আব্দুল আজিজ। ডোমের সাহায্য নিয়ে মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটেছে। তিনি আরও  জান্‌া ,৬ অক্টোবর মাসুম রানাকে খুঁজে না পেয়ে তার পিতা আব্দুল আজিজ শার্শা থানায় সাধারন  ডাইরি করেন।মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।

আপনার জেলার সংবাদ পড়তে