৫ দফা গণদাবিতে নাঙ্গলকোটে জামায়াতে'র মতবিনিময়

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৮:৪০ পিএম
৫ দফা গণদাবিতে নাঙ্গলকোটে জামায়াতে'র মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন-সহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট উপজেলা জামায়াত কার্যালয় সংলগ্ন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শুরা, কর্ম পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা -১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।

জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান ও সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার ও পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ, কুমিল্লা মহানগর জামায়াত যুব বিভাগ সভাপতি কাজী নজির আহম্মেদ, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, চৌদ্দগ্রাম কাছারীপাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সমাজ সেবক আমিনুল হক মাওলা,  কুমিল্লা মহানগর জামায়াত সড়ক পরিবহন সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম, বক্সগঞ্জ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা বাকী বিল্লাহ, দায়েমছাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারী, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি হাসান মিয়াজী, সমাজ সেবক আতাউর রহমান খান, সাংবাদিক আবুল কাশেম গাফুরী।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির মাস্টার আব্দুল করিম, নায়েবে আমির মাওলানা এসএম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী।

আপনার জেলার সংবাদ পড়তে