ভুরুঙ্গামারীতে কোরান অবমাননার দায়ে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ১২:২৫ পিএম
ভুরুঙ্গামারীতে কোরান অবমাননার দায়ে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কোরান শরীফ অবমাননা করায় গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের জামতলায় । এলাকাবাসী জানায় পাগলারহাট বাজারের নুরু বানিয়ার পুত্র রেদোওয়ান হোসেন (২০) ১০ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র কোরান শরীফে লাথি দিয়ে অবমাননা করার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ রেদোওয়ানকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সরকারি হাসপাতালে ভর্তি করায়। কোরান শরীফ অবমাননাকারী রেদোওয়ান হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে,আইনী প্রক্রিয়া চলছে।
আপনার জেলার সংবাদ পড়তে