রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। তাকে নিয়ে চলছে বিভিন্ন জায়গায় আলোচনা। তিনি বিএনপির প্রতিটি অনুষ্টানে যাচ্ছেন এবং উঠান বৈঠক করছেন। আরিফুল ইসলাম বিলাত বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা মিস্ত্রিপাড়া গ্রামের নবীর উদ্দিন ও খালেদা বেগম দম্পতির সন্তান। আরিফুল ইসলাম বিলাত বলেন, সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে কাজ করতে চায়। তাই এলাকার উন্নয়ন করতে হলে যোগ্য নেতার প্রয়োজন। বিভিন্ন কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে মানুষের পাশে যাচ্ছি ও শহীদ জিয়াউর রহমানে আদর্শ এবং তারেক রহমানের ৩১ তফা বাস্তবায়নের লক্ষে কাজ করছি। ১৯৯১ সালে সাবেক এমপি মরহুম আজিজুর রহমান ও ২০০১ সালে সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট কবীর হোসেনের পক্ষে এলাকায় নির্বাচনী সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। এছাড়া এ আসনে মনোনয়ন চাচ্ছেন; জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।