কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ ওসমান গনি বিশ্বাসের পুত্র হাবিবুর রহমান। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে একই এলাকার রমিছা খাতুন আমার বিরুদ্ধে মুজিব বর্ষের ঘর দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নেওয়ার যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হলো শ্রীরামপুর মৌজায় ১নং খতিয়ানে ২১৬ নং দাগে সরকারি ব্যবস্থাপনায় মুজিব বর্ষের ঘর দেওয়া হয়। ঐ জায়গায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় অসহায় রোকেয়া খাতুনকে একটি ঘর দলিল মুলে প্রদান করেন। ঐ ঘরটি পুর্বে রমিছা খাতুন দখলে রাখে। পরবর্তিতে তাকে ঐ জায়গা হতে বের করে দেওয়ার কারনে সে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি অসহায় রোকেয়া খাতুনের পক্ষে সহযোগিতা করায় সেই থেকে রমিছা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই রেশ ধরে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে হয়রানী করছে। আমি কখনও এ ধরনের টাকা নেওয়ার কাজের সহিত জড়িত নেই। এ ছাড়া আমাকে আওয়ামীলীগ নেতা বানিয়ে মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এ ধরনের মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।