পটুয়াখালীতে বাসের সাথে র‌্যাবের মিনিবাসের সংঘর্ষে ২ র‌্যাব সহ নিহত ৩

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ১১ অক্টোবর, ২০২৫, ০২:০৪ পিএম | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০২:০৪ পিএম
পটুয়াখালীতে বাসের সাথে র‌্যাবের মিনিবাসের সংঘর্ষে ২ র‌্যাব সহ নিহত ৩

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা বাসষ্টান্ড নামক এলাকায় যাত্রীবাহি বাসের সাথে র‌্যাবের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় বাস ও র‌্যাবের মিনিবাসে থাকা অন্তত অর্ধশত আহত হয়েছে। 

আহতদের উদ্ধার করে হাসপাতালের নেয়ার পর দুই বছরের শিশু পিয়াস মারা যায়। এছাড়াও র‌্যাবের গাড়ী চালক এএসআই আঃ আলিম (৩২) ও আফরোজা বেগম (৩৫) নামক আরো দুইজন বরিশাল নেয়ার পখে মারা যায় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের পক্ষ থেকে। 

র‌্যাবের পারিবারিক পিকনিকে বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত র‌্যাব সদস্য ও তাদের সাথে থাকা স্ত্রী সন্তানসহ অন্তত ১৫ জন স্বজনদের লেবুখালী সেনানিবাসের সিএমএইচ এ পাঠানো হয়েছে। এছাড়া আহত যাত্রীদের মধ্যে গুরুত্বর ৫ জনকে বরিশাল শেবাচিমে পাঠানা হয়েছে।

জানা যায়, সকালে বরিশাল থেকে র‌্যাবের একটি মিনিবাস পিকনিক এর উদ্দেশে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসষ্টান্ড নামক মহাসড়কে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস ধানসিড়ির সাথে মুখোমুখি সংঘষ হয়। এ দূর্ঘটনায় যাত্রীবাহি বাস ও র‌্যাবের মিনিবাসটি দুমড়ে মুছড়ে যায়। এতে নারী ও শিশুসহ উভয় বাসের অন্তত অর্ধশত আহত হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গুরুত্বর আহতদের পযার্য়ক্রমে র‌্যাব ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে বরিশাল সিএমএইচ ও শের ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎক ডাক্তার তামান্না রহমান শান্তা জানান, সকাল ৯টার কিছু পূর্বে বেশ ক’জন আহত রোগী আসতে থাকেন। এর মধ্যে প্রথমেই দুই বছরের শিশু পিয়াসকে নিয়ে আসে। তাকে আমরা মৃতই পাই। এরপরে একে একে হাতে-পায়ে ও মুখে কাটা ছেড়া গুরুত্বর অবস্থায় রোগী আসতে থাকে। এরমধ্যে ৭-৮ জনের অবস্থা গুরুত্বর। সকলকেই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠায়। গুরুতর আহতদের লেবুখালী সেনানিবাস সিএমএইচ ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি। 

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ জানান, পুলিশ সহ যৌথ বাহিনী আহতদের সেবা ও তদারকিতে নিয়োজিত আছে।

পটুয়াখালী র‌্যাবের অথিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাসেদুল ইসলাম বলেন, বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল র‌্যাবের ১৩ সদস্যের একটি কোষ্টার বাস। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়। তবে তিনি আহত নিহতদের খবর তাৎক্ষনিক জানাতে পারেননি।

এদিকে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুৈ ইসলাম জানান, দুর্ঘটনার পর সকাল থেকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে সৃষ্ট ব্যাপক যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাস দুইটি মহাসড়ক থেকে অপসারন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে