বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সংস্থা বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে মিলিত হয়। সেই সাক্ষাৎকার প্রান্তিক জনসাধারণের কাছে পৌঁছে দিতে দলীয়ভাবে শুক্রবার (১০অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জুড়ে বড় পর্দায় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করে।
গতকাল সন্ধায় রাণীশংকৈল পৌর যুবদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, সম্পাদক মমিরুল ইসলাম মমিন,সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম,জিয়া পরিষদের আহ্বায়ক শরিফ উদ্দিন মাস্টার, ওয়ার্ড সভাপতি গোলাম রসুল, আবুল কাশেম, ওয়ার্ড সম্পাদক মোবারক আলী, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাকসহ বিপুল সংখ্যক মানুষ। এসময় পৌর যুবদলের সম্পাদক,মমিরুল ইসলাম মমিন বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো এ সাক্ষাৎকার দিয়েছেন। তা সবার মাঝে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয় হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা বিএনপি’র সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ এ প্রতিনিধিকে বলেন, জনাব তারেক রহমান সাক্ষাৎকারে যে কথা বলেছেন বলিষ্ঠ আত্নবিশ্বাসি অবস্থান থেকে। দলীয় নেতাকর্মি ও অনুসারিদের এটা উদ্দীপ্ত করবে। এজন্য এলাকার মানুষকে সাক্ষাৎকারটি সরাসরি দেখানোর ব্যবস্থা করেছি।