উন্নত চিকিৎসার অভাবে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দাকোপের শিশু অংকিতা মন্ডল। সাড়ে ৪ বছর বয়সি একমাত্র সন্তানকে বাঁচাতে অংকিতার পরিবার বিত্তবানদের কাছে মানবিক সহায়তা চাই। দাকোপ উপজেলা সদর পার চালনা গ্রামের জয় মন্ডল ও রীমা সরকার দম্পতির এক মাত্র শিশু সন্তান অংকিতা মন্ডল। ৫ মাস আগে অংকিতার শরীরে ক্যান্সার ও ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন টিউমারের সফল অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের মাথায় নতুন করে আরো ৩টি টিউমার ধরা পড়ে। এ ছাড়া শরীরে ধরা পড়ে মরনব্যাধী ক্যান্সার। শুরুতে ঢাকার ডেলটা হাসপাতালে কেমো থেরাপী দেওয়া হয়। সহায় সম্বলহীন কাঠ মিস্ত্রি পিতা জয় মন্ডল বর্তমানে অর্থের অভাবে ব্যয় বহুল চিকিৎসা চালাতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে অংকিতার পিতা জয় মন্ডলের ০১৯৫২৬৯৮৭৯৮ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।