তানোরে ছাত্রীকে যৌন হয়রানি : জনতার পিটুনি, বন্ধ কোচিং সেন্টার

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৩:৩৯ পিএম
তানোরে ছাত্রীকে যৌন হয়রানি : জনতার পিটুনি, বন্ধ কোচিং সেন্টার
রাজশাহীর তানোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছেন। পরে ওই শিক্ষককে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে সোর্পদ করে স্থানীয়রা। কিন্তু লিখিত কোন অভিযোগ না থাকায় আটক শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুন্ডুমালা পৌর সদরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায় অবস্থিত অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান ও শিক্ষক আহসান হাবীব একাধিক ছাত্রীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এছাড়াও মোবাইল মেসেঞ্জারে কুরুচিপূর্ণ অনৈতিক কথা বার্তা লেখেন। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী ও অভিভাবকরা কোচিং সেন্টার ঘেরাও করে অভিযুক্ত ওই কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান শিক্ষককে মারপিট করে চড়থাপ্পড় দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পাই। ঘটনাটি নিয়ে স্থানীয় অভিভাবক সমাজ ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন শিক্ষক যখন ছাত্রীর সঙ্গে এমন আচরণ করে, তখন তা পুরো সমাজের জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অ্যাডভান্স কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধেরও দাবি জানাচ্ছি। এবিষয়ে কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান বলেন, তিনি ছাত্রীদের সঙ্গে শারীরিক কোন সম্পর্ক করেননি, শুধু অনলাইনে কথাবার্তা বলেছেন। আর শিক্ষক আহসান হাবীব কী করেছে সেটা তিনি অবগত নন। তার বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর গ্রামে। এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ হেমরন বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হয়েছে আর আমি খেতুরীধাম মেলায় আছি তাই একটু ব্যস্ত আছি বলে এড়িয়ে তিনি। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন- বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে