পিরোজপুরের কাউখালীতে শনিবার দুপুর বারোটায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্মাণে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে
দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। এ সময় অভিভাবক, গণমাধ্যম কর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু নির্মাণ কাজ উদ্বোধন করেন। ভবন উদ্বোধনের পর বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফ আলম খান একটি গাছের চারা রোপন করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম বলেন, লেখাপড়ার কোন বিকল্প নেই। ভালো ছাত্রের পাশাপাশি আদব-কায়দা, নম্রতা ভদ্রতা থাকতে হবে। আশা করি শিক্ষকরা মনোযোগ সহকারে পাঠ দান করবেন এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসে মনোযোগ দিবেন। উভয়ের সমন্বয় থাকলে শিক্ষার মান আরো ভালো হবে।