সুনামগঞ্জে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে সভা

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৪:৩৯ পিএম
সুনামগঞ্জে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে সভা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির হলরুমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্ম্মণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জয়শ্রী দেব বাবলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী কুদরত পাশা এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি রনি পারভীন।

শিশুদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেয় সুরাইয়া আক্তার ও সানিয়া আক্তার, যারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও মানসিক সচেতনতার বিষয়টি তুলে ধরে।

বক্তারা বলেন, “শিশুরা হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ। আজকের শিশুই আগামী দিনের নেতা, বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক কিংবা দেশপ্রেমিক নাগরিক। শিশুদের মানসম্মত শিক্ষা, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং মানসিকভাবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

তারা আরও বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, এটি শিশুদের চিন্তা করতে শেখায়, ন্যায়-অন্যায় বুঝতে সহায়তা করে। শিশুর শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দিলে তারা পূর্ণ বিকাশ লাভ করতে পারবে না। শিশুর মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক সময় উপেক্ষিত হয়, যা পরিবর্তন করা জরুরি।”

অনুষ্ঠানে বক্তারা সকলকে আহ্বান জানান, শিশুদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও আনন্দময় সমাজ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে