সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৫:১৫ পিএম
সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় রাজু মিয়া (৪১) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের উপজেলার মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের মেছের আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, যাত্রীবাহি ভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোনালী পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক রাজু মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা হলেন, পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার সান্ধিয়াপুর গ্রামের আলমগীর হোসেন, কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান। 

এনিয়ে থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম বলেন, রাতেই মরদেহ নিয়ে গেছেন ওয়ারিশগণ। কিন্তু এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ এনিয়ে জিডি করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে