ধামইরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ পিএম
ধামইরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

নওগাঁর ধামইরহাটে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর (শনিবার) বিকেল ৫ টায় পৌর সদরের টিএন্ডটি মোড়ে উমার ইউনিয়ন ও অঙ্গসংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল। বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন রঞ্জু, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক মজিবুল হক মজনু, নওগাঁ জেলা মহিলাদল নেত্রী বেলী খাতুন প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোন ব্যক্তির না হয়ে শহীদ রাষ্ট্রপ্রতির হাতে গড়া সংগঠন বিএনপি দলের হয়ে সকলকে একসঙ্গে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে