কপোতাক্ষ নদ বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৮:৪৩ পিএম
কপোতাক্ষ নদ বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ

খুলনার পাইকগাছারয় রাড়ুলীর কপোতাক্ষের নদের ৩ স্থান ঝুঁকিপূর্ণ। পাইপ দিয়ে চিংড়ি ঘেরে পানি উঠানোর ফলে ঝুঁকিপূর্ণ স্থানের বাঁধ সরু এবং নীচু হয়ে গিয়েছে। ফলে জোয়ারের সময় উপজেলার রাড়ুলী কাঠিপাড়াস্থ বেড়িবাঁধ উপচে পানি বিলের ভিতরে প্রবেশ করছে। এছাড়া বাঁধ ভেঙ্গে যেকোনো মুহূর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মৎস্য ঘের এবং আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী। পাইপ দিয়ে পানি উঠানো বন্ধ সহ দুর্বল বেড়িবাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া শালিখা ব্রিজ হতে খেসরা ব্রিজ পর্যন্ত কপোতাক্ষ নদের ৪ কিলোমিটার বেড়িবাঁধের ৩ টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শালিখা ব্রিজ হতে আধা কিলোমিটার পর সুন্দর আলীর ঘের, এর দেড়'শ গজ দুরে আমজাদ আলীর ঘের এবং এর আধা কিলোমিটার পর কার্তিক সরকারের ঘের এলাকার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। এখানকার বেড়িবাঁধ দুর্বল, সরু এবং নীচু হয়ে গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ এসব জায়গার ঘের মালিকরা বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে পানি উঠানোর কারণে বাঁধ দুর্বল হয়ে গিয়েছে। ঘের ব্যবসায়ী আব্দুল মজিদ জানান যেসব স্থানে অবৈধভাবে পাইপ বসিয়ে পানি উঠানো হচ্ছে সেখানকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের সময় কোন কোন স্থান থেকে বাঁধ উপচে পানি বিলের ভিতরে প্রবেশ করছে। দ্রুত পাইপ দিয়ে অবৈধভাবে পানি উঠানো বন্ধ করা না গেলে যেকোনো সময় বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আশরাফুল ইসলাম বলেন যে-সব স্থানে বাঁধ নীচু এবং দুর্বল হয়ে গেছে দ্রুত সেখানে সংস্কার এবং মেরামত করতে হবে। কাঠিপাড়া বিল কমিটির সভাপতি এস কে আসাদুল্লাহ মিঠু বলেন বাঁধ ছিদ্র করে পাইপ দিয়ে পানি উঠানো সম্পুর্ন নিষেধ রয়েছে। কিছু কিছু ঘের মালিক অধিক লাভের আশায় ওয়াপদার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে পাইপ বসিয়ে পানি উঠাচ্ছে। এগুলো দ্রুত বন্ধ করা না গেলে বাঁধ ভেঙ্গে হাজার বিঘার অর্ধশত চিংড়ি ঘের এবং আমন ফসল, পানের বরজ, সবজি ফলমূল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বিল কমিটির সভাপতি মিঠু। অবৈধভাবে পাইপ দিয়ে পানি উঠানো প্রসঙ্গে ঘের ব্যবসায়ী সুন্দর আলী বলেন ঘেরের প্রয়োজনে পাইপ দিয়ে পানি উঠানো হয়, তবে বাঁধ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ রাখা হয়। এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার।

আপনার জেলার সংবাদ পড়তে