গত শনিবার পঞ্চগড় চিনিকল মাঠ থেকে সকাল সাড়ে দশটায় পিকআপ এবং পাঁচ উপজেলার নেতা-কর্মী ও সর্মথকদের বিশাল মোটরসাইকেল র্যালী নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মখ্যূ সমন্বয়ক মো. সারজিস আলম দূনীতি চাঁদা বাজির বিরুদ্ধে বাংলাবান্ধার উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচির শুরু করেন। জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল সাড়ে তিন টায় তেঁতুলিয়া ইকোপার্কে দলীয় নেতা-কর্মীদের সংগে দুপুরে লাঞ্চ করেন।
বিকাল ৫ টায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের তেঁতুলতলায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পঞ্চগড় জেলায় কোন চাঁদা বাজের ঠাঁই হবে না। এখানে যারাই চাঁদা বাজি করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। পাথর বালুর যারা ব্যবসা করেন তারা সড়কের উপর কোন বালু পাথর স্তুপ করে জনসাধারণের অসুবিধা করবেন না। কারণ যখন বালুতে স্লিপ করে প্রাণ হারাবে তখন বুঝবেন এটা কী করলাম। যারা বালু পাথরের ট্রাক থেকে সড়কে বাঁশ আটকিয়ে সড়কের উপর চাঁদাবাজি করেন তাদের এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা চাই সরকারি নিয়মে ইজারা গ্রহণ করেছে বালু পাথর মহালের কাছে গিয়ে ইজারা আদায় করবে সেটা সড়কে করতে দেয়া হবে না।
সারজিস আলম আরও বলেন, পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এখানকার জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে ডাক্তারের অভাবে রোগীরা চিকিৎসা পাই না। এছাড়া তেঁতুলিয়া একটি পর্যটন জোন এখানে দিনে কোন ডে কোচ এবং বিআরটিসি বাস পঞ্চগড় জেলার কিছু চাঁদাবাজ এসব গাড়ীর জন্য মোটা অংকে টাকা দাবী করায় গাড়ীগুলো আসে না। আগামী ৭ দিনের মধ্যে তেঁতুলিয়ায় ডে কোচ আর বিআরটিসি বাস সার্ভিস চালু হবে আর এতে যদি কেউ বাঁধা দেয় আর চাঁদা চাই তবে মিডিয়ার সামনে তাদের মুখোশ উম্মোচন করা হবে। তিনি বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আপনাদের সমর্থন পেয়ে ক্ষমতায় গেলে পঞ্চগড়ের একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কলেজ স্থাপন করা হবে। এছাড়া থানার ওসি, পুলিশের এসপি এবং জেলা প্রশাসকের কাছে কোন দলীয় লেজুর ধরে আপনাদের সমস্যার জন্য যেতে হবে না। তিনি বলেন, চাঁদাবাজি করলে সে যদি এনসিপি’র সমর্থ বা কর্মী হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যদলের হলে তাকে প্রতিহত করা হবে। তিনি পঞ্চগড় জেলার উন্নয়নে সকল দলের সৎ নেতা-কর্মীদের একযোগে পঞ্চগড়ের মানুষের কল্যাণে কাজ করার আহবান করেন।
তেঁতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী মো. হাবিবুর রহমান হাবীব এর সভাপতিত্বে পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন, বোদা উপজেলার প্রধান সমন্বয়ক শিশির আহাম্মদ, দেবীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ, আটোয়ারী উপজেলার প্রধান সমন্বয়ক জয়েন উদ্দীন, পঞ্চগড় জেলা যুব শক্তির আহবায়ক আবু কায়েজ পঞ্চগড়ে জেলা যুব শক্তির সদস্য সচিব আল আমিন, জেলা যুব শক্তির মুখ্য সংগঠক মেহেদি হাসান অপু ও কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ওয়াশিস, তেঁতুলিয়া উপজেলার যুগ্ম-সমন্বয়কারী আব্দুল মতিন ও সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।