চিরিরবন্দরে শিক্ষার্থীদের বিনামুল্যে জয়া স্যানেটারী ন্যাপকীন বিতরণ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:০৮ পিএম
চিরিরবন্দরে শিক্ষার্থীদের বিনামুল্যে জয়া স্যানেটারী ন্যাপকীন বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় ও বিনামুল্যে জয়া স্যানেটারী ন্যাপকীন বিতরণ করা হয়েছে। 

গতকাল ১২ অক্টোবর রোববার দুপুর ২ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে রংপুর স্যোশাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) এরিয়া অফিসের আয়োজনে স্কুল মাদরাসা ও কলেজ এক্টিভেশন প্রোগ্রামের আওতায় ব্যাক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় ও জয়া স্যানেটারী ন্যাপকীন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসাল্টটেন্ট ডাঃ আইনুন আক্তার লুনা।  

প্রধান শিক্ষক মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে স্যোশাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) রংপুর বিভাগীয় সিনিয়র আঞ্চলিক কর্মকর্তা শরিফুল আউয়াল, দিনাজপুর সিনিয়র সেলস প্রোমোশন অফিসার সাদেকুল ইসলাম, এসএমসি স্থানীয় এজেন্ট ব্লুস্টার ডাঃ মোঃ জিয়াউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।  

আপনার জেলার সংবাদ পড়তে