মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:৩৮ পিএম
মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যা টিকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে সবাইকে টিকা প্রদানে উৎসাহী হতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোল্লাহাটের আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টাইফয়েড টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে। তারা অভিভাবকদের সন্তানদের টিকাদানে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে