বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:৫৩ পিএম
বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কুলিকুন্ডা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি---- রাজিউন)।

শনিবার  রাত সাড়ে আটটার দিকে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এই বীর মুক্তিযোদ্ধাকে আজ রোববার বাদ জোহর কুলিকুন্ডা নিজ বাড়ির পাশে   রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ  তানজিল কবিরের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাকছুদ আহাম্মদ,নাসিরনগর সরকারি কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকি,বীর মুক্তিযোদ্ধা  কালন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, জামায়াতের আমীর অধ‍্যাপক আমিনুল ইসলাম,পীরজাদা আলাউদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মীর মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে