নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ পিএম | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ পিএম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য গুরুতর আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকালে সীমান্ত টহলের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানিয়েছে, আহত সদস্যের নাম ল্যান্স নায়েক আক্তার হোসেন। তিনি কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে বারোটার দিকে ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় দায়িত্ব পালনের সময় স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পায়েও গুরুতর জখম হয়।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্প সংলগ্ন এলাকায় ঘটেছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের পুঁতে রাখা পুরোনো মাইন থেকেই এ বিস্ফোরণ ঘটে। সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বিজিবি টহল জোরদার করেছে এবং এ ঘটনার সময় ল্যান্স নায়েক আক্তার সেই টহলের দায়িত্বে ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারে চলমান সংঘর্ষ ও আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইনের কারণে সীমান্তবর্তী জনপদের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে মাইন বিস্ফোরণে কয়েকজন বাংলাদেশি আহত হওয়ার পাশাপাশি একটি বন্য হাতিও গুরুতর জখম হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে