কিশোরগঞ্জে স্বাস্থ্য সেবা ব্যাহত, রোগী আছে ডাক্তার নেই

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১২ অক্টোবর, ২০২৫, ০৬:১৭ পিএম | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৬:১৭ পিএম
কিশোরগঞ্জে স্বাস্থ্য সেবা ব্যাহত, রোগী আছে ডাক্তার নেই

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডাক্তার না থাকার কারণে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ডাক্তার থাকার কথা ১০-১২ জন সেখানে বর্তমানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতার সহ ২ জন এই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। প্রতিদিন আউটডোরে ৫শত থেকে ৬শত রোগী টিকেট নেন। কিন্তু হাসপাতালে প্যারাসিটামল ছাড়া অন্য কোন ঔষধ পাওয়া যায় না। ভর্তিরত রোগীদের ঔষধ বাহিরের ফার্মেসী থেকে কিনে এনে ডাক্তাররা ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েক দিনে এডিস মশার কামরে ৩জন ডেঙ্গু রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এরা হলেন, দাড়িয়াকান্দি গ্রামের নূরুল হুদার ছেলে তারেক মিয়া (২০), নোয়াগাঁও গ্রামের সাইফুল ইসলামের ছেলে অন্তর ইসলাম (২১), তাইজুল ইসলামের স্ত্রী বকুলা খাতুন (৩৫)। আজ রোববার সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতালে ভর্তিরত রোগীদের খাদ্যের মান কিছুটা নিম্নমানের। হাসপাতালের অনেক বিভাগ আপাতত ডাক্তার সংকটের কারণে বন্ধ রয়েছে। এইদিকে বাজিতপুর, নিকলী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র একই রকম বলে জানাগেছে। গত সপ্তাহে কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান সিভিল সার্জন ও সকল ডাক্তার এবং সংবাদ কর্মীদের সামনে বলেন, কিশোরগঞ্জে অচিরেই ডাক্তার সংকট থাকবে না। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দিবেন বলে উল্লেখ করেন। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন অভিজিৎ শর্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১ মাস অথবা ২ মাসের মধ্যে প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট পূরণ করবেন বলে উল্লেখ করেন। অন্যদিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আদনান আখতার বলেন, অচিরেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট নিরসন হবে বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে