আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট আয়োজন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াত ইসলামীর দেওয়া পাঁচ দফা বাস্তবায়নের দাবী সম্বলিত এক স্মারকলিপি আজ রোববার সকালেজেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে দিয়েছে পিরোজপুর জেলা জামায়াত।
পিরোজপুর জেলা শহরের সিও অফিস চত্বর থেকে মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে এক সমাবেশ করে জামায়াত। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এসময়ে পিরোজপুর-২ আসনের জামায়ত মনোনীত প্রার্থী শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী, জেলা সেক্রেটারী মোঃ জহিরুল হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এক সমাবেশে শামীম সাঈদী বলেন, ১৯৯৫ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করা হয়েছিল, তখন আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বুঝতে পারেন নাই। কিন্তু আন্দোলন করে হরতাল অবরোধের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদায় করে সংবিধানে সংযোজন করা হয়েছিল। তিনি বলেন, এবারও আন্দোলনের মাধ্যমে পিআর পদ্ধতির নির্বাচন আদায় করা হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে দেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নেবে না।
পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী সভাপতি ড. আব্দুল্লাহহিল মাহমুদ, সদর উপজেলা জামায়াত আমির মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা শিবিরের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।