চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে মুদির মালামালের গো- ডাউন ও ফার্ণিচার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ৩টার সময় উপজেলা বরকল ইউনিয়নের ফকিরার টেক নামক স্থানে এ ঘটনা ঘটে। জানাযায়,ঐ সময় বাজারে ২ প্রহরীকে বেধে রেখে মুখোশ পরিহিত কয়েক জন লোক মোটরসাইকেল নিয়ে এসে
গোডাউনে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ফার্নিচারের দোকানসহ পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি হবে বলে ক্ষতিগ্রস্থ মালিক আলমগীর হোসেন জানিয়েছেন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন ২ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হাসান ও ইউপি সদস্য আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।