চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল রবিবার সারাদেশের মত স্কুল পর্যায়ে টাইফয়েড টাকাদান কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার মজুমদার এর সার্বিক তত্বাবধানে হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলার আওতাধীন ৮ টি বিদ্যালয়ে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
পরে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতাল ও ক্লিনিক ঢাকা মহাখালীর পরিচালক ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান, চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর সিডিসি পরিচালক ডা. মোঃ ফরহাদ হোসাইন, এম আই এস স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার ডা. রফিকুন সালেহীন, চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক( ডেন্টাল) . সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের হেলথ অফিসার ডা. মোঃ দেলোয়ার হোসেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ। গতকাল স্কুল পর্যায়ে সর্বমোট ৭হাজার ৫ শ১২ জন শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয় ।পরে কর্মকর্তাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগসহ বিভিন্ন বিভাগ বিভাগের সেবদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।