বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে মায়ের কোলে ছড়া প্রতিযোগিতা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৮:১১ পিএম
বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে মায়ের কোলে ছড়া প্রতিযোগিতা

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর উদ্যোগে মায়ের কোলে শিশুর ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর লায়ন্স ভবনের হালিমা-রোকেয়া হলে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ৩ থেকে ৫ বছর বয়সী প্রায় দেড়শ  শিশু অংশ নেন। মায়ের কোলে বসে বসেই শিশু বাচ্চারা ছড়া আবৃত্তি করেন।

বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী, গভর্ণর এডভাইজার লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির, বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেনসহ লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, শিশুদের নিয়ে এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। শিশুদের মোবাইল বিমূখ করে খেলাধুলা এবং স্বাভাবিক পরিবেশে বেড়ে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। শিশুদের এবং তাদের মায়েদের এ আয়োজনে অংশগ্রহণ এবং শিশুদের পুরস্কৃত করে বন্ধন লায়ন্স ক্লাব যে ইতিবাচক যাত্রা শুরু করেছে তা প্রশংসনীয়।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানহাট সিটি কর্পোরেশনের কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম এবং বাকলিয়া সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভীন। এতে খুলশী কারাতে একাডেমীর কয়েকজন শিক্ষার্থী কারাতে প্রদর্শন করে শিশুদের মাতিয়ে রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে