নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার নারীরা। ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে ৬ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে দলটি। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত রোববার (১২ অক্টোবর) দিনের ম্যাচে অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জয় পায় অস্ট্রেলিয়া।
ভারত টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩৩০ রান। উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন স্মৃতি মান্ধানা ও প্রতীক রাওয়াল। এই দুজনের ব্যাটে আসে ১৫৫ রানের পার্টনারশিপ। মান্ধানা ৬৬ বলে করেন ৮০ রান এবং রাওয়াল ৯৬ বলে ৭৫ রান যোগ করেন দলে। এরপর হার্লিন দেওল ৩৮ এবং জেমিমা রদ্রিগেজ ৩৩ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড, তিনি মাত্র ৪০ রানে নেন ৫ উইকেট। তিনটি উইকেট নিয়েছেন সোফি মোলিনিউ।
৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ডের উদ্বোধনী জুটি এনে দেয় ৮৫ রান। লিচফিল্ড ৪০ রানে ফিরে গেলে হিলির সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ এলিস পেরি। মাঝপথে পেরি চোট পেয়ে মাঠ ছাড়লেও হিলি নিজের ব্যাটিংয়ে অবিচল থাকেন।
মাত্র ৩৫ বলে পঞ্চাশ ছোঁয়া হিলি ৮৪ বলে তুলে নেন নিজের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। তিন ছক্কা ও ২১ চারে গড়া তার ১৪২ রানের ঝড়ো ইনিংস শেষ হয় চারানির বলে বোল্ড হয়ে। তবে তখনই জয় অনেকটা নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া।
শেষদিকে অ্যাশলি গার্ডনার ও ইনজুরি কাটিয়ে ফেরা পেরি মিলে নিশ্চিত করেন দলের জয়। ৫২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পেরি।
নারী ওয়ানডে ইতিহাসে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের নজির এই প্রথম। এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার ৩০২ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিল অস্ট্রেলিয়া।
চার ম্যাচে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে দুটি জয় ও দুটি হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত।