শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি থেকে মুনতাসির মাহমুদকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০১:২৩ এএম
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি থেকে মুনতাসির মাহমুদকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়।

দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।”

একই সঙ্গে মুনতাসির মাহমুদকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে বলা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, রোববার সকাল থেকেই মগবাজারের প্রধান কার্যালয়ে কিছু বহিরাগত ব্যক্তি নানা অভিযোগে বিক্ষোভ করেন। তাদের মধ্যে ছিলেন রেড ক্রিসেন্টের যুব বিভাগের উপপরিচালক ও এনসিপি নেতা মুনতাসির মাহমুদ। দুপুরে প্রতিষ্ঠানটি থেকে তাকে চাকরিচ্যুত করার নোটিশ জারি হলে বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির কর্মীদের দাবি, আন্দোলনকারীরা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আজিজুল ইসলামকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে দিনভর তাকে অফিসে অবরুদ্ধ রাখেন। পরে রাত ৮টার দিকে পুলিশের সহায়তায় তিনি অফিস ত্যাগ করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, “রেড ক্রিসেন্টের বোর্ড মিটিংয়ে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। এর পরিপ্রেক্ষিতে কিছু লোক চেয়ারম্যানকে প্রায় সারাদিন অবরুদ্ধ করে রাখেন। পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ বিষয়ে মুনতাসির মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে রাতে এনসিপির ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে তিনি নিজের আইডি থেকে লিখেছেন, “কী হাস্যকর! জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, দেশ ও জনগণের পক্ষে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এমন সিদ্ধান্ত। লজ্জা, এনসিপির জন্য লজ্জা!”

দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যাখ্যা জমা দেওয়ার পর তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে