ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, আজ সকাল থেকে চলবে সব বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০১:৫০ এএম
ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, আজ সকাল থেকে চলবে সব বাস
ময়মনসিংহে তিন দিন ধরে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহসহ সব রুটে বাস চলাচল শুরু হবে। রোববার রাত ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জেলা প্রশাসন, পরিবহন মালিক–শ্রমিক প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। জনভোগান্তির কথা বিবেচনা করে পরিবহন মালিক–শ্রমিকেরা শর্তহীনভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, পরবর্তী সময়ে উভয় পক্ষের দাবি ও অভিযোগ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার লাঞ্ছনার অভিযোগ ঘিরে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে উত্তেজনা শুরু হয়। অভিযোগ ছিল, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিক লাঞ্ছিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা-কর্মীরা মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নিয়ে চার দফা দাবি জানান।

শনিবার দুপুরে এনসিপি কর্মসূচির প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় বিক্ষোভ শুরু করেন। এতে ময়মনসিংহ থেকে ঢাকাসহ আন্তজেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েন হাজারো যাত্রী।

এনসিপির নেতাদের অভিযোগ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। অপরদিকে মালিক–শ্রমিকপক্ষের দাবি, এসব বাস বন্ধের দাবি ব্যক্তিস্বার্থমূলক।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, “জেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনা করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সোমবার সকাল থেকে সব রুটে বাস চলবে। জনভোগান্তির কথা চিন্তা করেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আমরা আগে থেকেই বলেছিলাম, জনগণের কষ্ট যেন না হয়। ধর্মঘট প্রত্যাহার ভালো সিদ্ধান্ত।”

তবে এনসিপির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক জানান, “আমরা ফ্যাসিস্টের ১৬টি বাস চলাচলের বিপক্ষে অনড় আছি। প্রয়োজনে আমরা আমরণ অনশনে যাব।”

অন্যদিকে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বলেন, “আলোচনার মাধ্যমে সবাই একমত হয়েছেন, সোমবার সকাল থেকে সব বাস চলবে। বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে।”
আপনার জেলার সংবাদ পড়তে