ঢাকায় পুলিশের হাতে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার প্রতিবাদে যশোরের ঝিকরগাছার ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে কর্ম বিরতি চলছে। যশোরের ঝিকরগাছা উপজেলায় ৫১ স্কুল, ২৮ মাদ্রাসা এবং ৯ কলেজে শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ জানান, ঝিকরগাছার ৫১ টি স্কুলে কর্মবিরতি চলছে। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি দ্বীন ইসলাম জানান ২৮ টি মাদ্রাসার শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলার সভাপতি ইলিয়াস উদ্দীন জানান, ঝিকরগাছার ৯ কলেজে কর্মবিরতি চলছে।