দাকোপে শিক্ষকদের মানববন্ধন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩০ পিএম
দাকোপে শিক্ষকদের মানববন্ধন

ঢাকায় শিক্ষক সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে দাকোপে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন। সোমবার বেলা ১১ টায় উপজেলা সদর ডাকবাংলা মোড়ে দাকোপ উপজেলা কলেজ শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচী পালন করে। বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক প্রণবেন্দু রায়ের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক অনিমেষ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন চালনা এম এম কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ অহিদুজ্জামান, শিক্ষক  আকুজ্ঞি মোঃ রেজওয়ান আলী, সুরঞ্জিত কুমার প্রামাণ্য, জি এম কাজল হোসেন, সমরেন্দ্রনাথ সরকার, হোসাইন আলী গাজী, শারমিন সুলতানা, মাইনুল ইসলাম, তপন কুমার রায়, বিদ্যুৎ কুমার রায়, গোপাল চন্দ্র মন্ডল, নীল কমল সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান শেখ, মৌসুমী রায়, বিপ্লব সরকার, নির্মল জোদ্দার, মৃণালেন্দু রায় ও দেবব্রত রায়। সমাবেশে তারা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষক সমাজের প্রতি থাকা এই বৈষম্য দূর করে বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারীর ন্যায় সঙ্গত দাবী মেনে নিতে সরকারের প্রতি দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে