কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৪:৪৩ পিএম
কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার সকালে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে দুর্যোগ বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় কর্মীরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মহড়া প্রদর্শন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিউর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও স্টেশন ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, কলেজের শরীর চর্চা শিক্ষক আনোয়ার সাদেক প্রমুখ। এসময় কাপাসিয়া ডিগ্রি কলেজ ও কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনে নানা ধরনের কৌশল প্রদর্শন করেন। এছাড়া অনেকেই নিজ হাতে আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে