‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে, হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এসময় হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।