কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর -নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ক্লিনইমেজের মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার নেতৃত্বে ব্যাপক জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টা থেকে বাজিতপুর উপজেলার থানার মোড়, রেজুমার্কেট , বড় সড়ক, সিএন্ডবি রোডের বাঁশ মহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা,সিনামাহল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরারচর বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ জনসংযোগ করেন এবং পথসভায় অংশ নেন। পরে সরারচর থেকে এই মোটরসাইকেলের বিশাল বহরটি নিকলী উপজেলায় জনসংযোগের উদ্দেশ্য রওনা দেয়।
এ সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রার পুরো পথজুড়ে মোটরসাইকেলের শ্লোগান, ব্যানার-ফেস্টুন ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এহসান কুফিয়া দীর্ঘদিন ধরে বাজিতপুর - নিকলী অঞ্চলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।