সিরাজগঞ্জ রায়গঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সমন্বিত উদ্যোগ প্রশমন করি দূর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১.৩০ মিনিটে এ উপলক্ষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা ও রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলামের নেতৃত্বে কর্মীরা আগুন নিভানোর কলাকৌশল প্রদর্শন করে।