গাইবান্ধার পলাশবাড়ীতে তড়কা (অ্যানথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহবুবুর রশিদ, খামারী আব্দুস সালাম ও মাংস ব্যবসায়ী আজাহার আলী প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যান, সংবাদকর্মী, ওষুধ কোম্পানীর প্রতিনিধি, খামারী, মাংস ব্যবসায়ী, গরু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা এবং তড়কা (অ্যানথ্রাক্স) রোগ প্রতিরোধে বিস্তারিত আলোকপাত করেন ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান।
আলোচনায় মাংস প্রক্রিয়াজাতকারী ও মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে তড়কা (অ্যানথ্রাক্স) রোগে আক্রান্ত পশু প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি ছাড়া জবাই করা যাবে না। মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীরভাবে মাটিচাপা দেওয়ার পরামর্শসহ যেকোনো পশু’র অসুস্থতার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সাথে যোগাযোগ করতে বলা হয়।