বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:১৯ পিএম
বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রতিরোধমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

“সমন্বিত  উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মহড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন সামাজিক সংগঠন  এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুর্যোগকালীন মুহূর্তে উদ্ধার কার্যক্রম, অগ্নিনির্বাপণ, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বিভিন্ন ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির বিকল্প নেই। এ ধরনের মহড়া জনগণকে বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেয় এবং জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে একটি র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে